আইসিসিতে বাতিল রমিজের প্রস্তাব, হতে পারে পাক-ভারত সিরিজ

|

ছবি: সংগৃহীত

আলোর মুখে দেখলো না রমিজ রাজার প্রস্তাবিত চার জাতি টুর্নামেন্ট। আলোচনা হলেও শেষ পর্যন্ত আইসিসির সভায় বাতিল হয়ে যায় এ প্রস্তাব। তবে নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন নিয়ে কথা হয়েছে দুই দেশের। খবর ক্রিকইনফোর।

এবারের আইসিসির সভার আলো কেড়ে নিয়েছিল চার জাতি টুর্নামেন্টর প্রস্তাব। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায় পাকিস্তান। বিলিয়ন ডলার আয়ের প্রস্তাব আলোচনায় উঠেছিল। এই প্রস্তাবে সায় ছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডেরও। কিন্তু আইসিসির ফিন্যান্স কমিটি প্রস্তাবটিতে একমত হয়নি। আইসিসির গঠনতন্ত্রের নিয়মও এসেছে নিয়ামক হিসেবে, যেখানে বলা হয়েছে কোনো দেশ তিন জাতির বেশি টুর্নামেন্ট করতে পারে না। কেননা, সেটা বিশ্বকাপকে চ্যালেঞ্জ করে। তাই ফাইলেই বন্দি থাকলো এই টুর্নামেন্টের ভবিষ্যত।

তবে ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে টানেলের শেষ প্রান্তে যেন দেখা মিললো আলোর রেখার! নিরপেক্ষ দেশে হতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বিপাক্ষিক সিরিজ। এ নিয়ে চমকের ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

এদিকে, বর্তমান চেয়ারম্যান গ্রেগর বার্কলের মেয়াদ প্রায় শেষ। আসছে নভেম্বরই নতুন চেয়ারম্যান খুঁজবে আইসিসি, যেখানে আরও একবার বড় ভূমিকায় দেখা যেতে পারে ভারতকে। বিসিসিআইয়ের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুর আছেন আলোচনায়। যার সময়ের সভাপতি শ্রীনিবাসন অবশ্য বিতর্কিত হয়েছিলেন তিন মোড়ল তত্ত্বের জন্য। তবে আলোচনায় আছেন জয় শাহর নামও। আগামী সেপ্টেম্বরেই শেষ হবার কথা সৌরভ গাঙ্গুলী আর জয় শাহর মেয়াদ।

আরও পড়ুন: কাজে লেগেছে সাকিবের প্রস্তাব, টেস্টে ফিরছে নিরপেক্ষ আম্পায়ার

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply