২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া চূড়ান্ত

|

ছবি: সংগৃহীত

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করেছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এই আসরে সরাসরি অংশ নেবে ১২ দল। দুবাইয়ে দুই দিনের আইসিসির বোর্ড সভার পর বাছাই প্রক্রিয়ার চূড়ান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

২০২৪ বিশ্বকাপের বাছাই প্রক্রিয়ার সিদ্ধান্তে বলা হয়, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষে থাকা ৮ দল সরাসরি খেলবে সেখানে। স্বাগতিক হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আর আগামী ১৪ নভেম্বর প্রকাশিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাকি দুই দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। এদিকে বাকি ৮ দলকে বাছাইপর্ব পেরিয়ে নিশ্চিত করতে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।

আইসিসির সভায় ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের প্রক্রিয়াও চূড়ান্ত করা হয়েছে।

আরও পড়ুন: আইসিসিতে বাতিল রমিজের প্রস্তাব, হতে পারে পাক-ভারত সিরিজ

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply