দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এঁবেখা টেস্টে ৩৩২ রানের বিশাল পরাজয় বরণের মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে মুমিনুল হকের বাংলাদেশ। ম্যাচ হারের পর অবশ্য টাইগার অধিনায়ক মুমিনুল হক বলেছেন, আমাদের পারফরমেন্স হতাশাজনক। উন্নতির দিকে মনোযোগ ধরে রাখতে হবে আমাদের। এখানে কেমন ফলাফল হয়েছে সেটাকে ধরে বসে থাকলে চলবে না।
মুমিনুল হক আরও বলেন, দল হিসেবে দক্ষিণ আফ্রিকা যেভাবে খেলেছে, আমরা তেমনটা পারিনি। বল-ব্যাটে ভালো করতে পারিনি আমরা। সিরিজ জেতায় দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন। আমাদের পারফরমেন্স হতাশাজনক, তবে সামনের দিকে তাকাতে হবে। দলের ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে বলা উচিত, জুটি গড়তে পারিনি আমরা; বোলিং-ব্যাটিং কোথাও না। একপ্রান্তে চাপ সৃষ্টি করতে সমর্থ হলে অন্য প্রান্তের ব্যর্থতায় তা কাজেও লাগেনি। ম্যাচের শুরু থেকেই বল ও ব্যাটে জুটি গড়ে তোলা উচিত ছিল, অব্যাহতভাবে প্রতিপক্ষকে চাপা রাখা দরকার ছিল।
প্রোটিয়াদের পেস আক্রমণ নিয়ে বেশি ভাবার ফলেই স্পিন অ্যাটাকে হুড়মুড় করে ভেঙে পড়লো কিনা বাংলাদেশের ব্যাটিং লাইনআপ, সে প্রসঙ্গটি অবশ্য পাত্তা পায়নি টাইগার অধিনায়ক মুমিনুল হকের কাছে। তিনি বলেন, প্রতিপক্ষকেও একই কন্ডিশনে খেলতে হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে এরকম চাপ ও কন্ডিশনের চ্যালেঞ্জ মেনে নিয়েই খেলতে হয়। তাই এটিকে অজুহাত হিসেবে সামনে আনতে চাই না। আমাদের উন্নতির দিকেই মনোযোগ ধরে রাখতে হবে। এখানে কেমন ফলাফল হয়েছে সেটাকে ধরে বসে থাকলে চলবে না। ওয়ানডে সিরিজ জয় করা ছিল দারুণ এক ইতিবাচক দিক। তবে আফসোস এই যে, টেস্ট সিরিজ জিততে পারলাম না।
এম ই/
Leave a reply