‘পুতিনের সাথে বৈঠকের পরিবেশ প্রতিকূল, সব কথাবার্তা সরাসরি’

|

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পরিবেশকে বেশ প্রতিকূল বলে বর্ণনা করেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। তিনি আরও বলেন, সব কথাবার্তাই ছিল খোলামেলা এবং একদম সরাসরি। বিবিসিতে প্রকাশিত হয়েছে এই খবর।

পুতিনের সাথে বৈঠকের পর একটি বিবৃতিতে কার্ল নেহামার জানান, বৈঠকটি হয়েছে প্রায় ৯০ মিনিট। এছাড়া বৈঠকের পরিবেশকে ‘মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না’ বলেও অভিহিত করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। তবে ইউক্রেনের সাথে সংঘাতের সমাপ্তি টানার জন্য সম্ভাব্য সকল পথেই হেঁটেছেন বলেও মন্তব্য করেন কার্ল নেহামার। অন্তত ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পাঠানোর পথ সুগম করার জন্যও ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানান তিনি।

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেন, যুদ্ধ অবশ্যই শেষ হওয়া জরুরি। কারণ, যুদ্ধে সকলের পরাজিত হয়। আর এই বার্তাটিই পুতিনকে দিয়েছেন তিনি।

অস্ট্রিয়া ঐতিহাসিকভাবে ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশের চেয়ে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আসছে। তবে দেশটি সম্প্রতি ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ করেছে।

আরও পড়ুন: পুতিন ও জেলেনস্কিকে সরাসরি দেখা করার আহ্বান মোদির

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply