অনুমোদনবিহীন রেফ্রিজারেটর ও এসি বিক্রি করায় সনি র‍্যাংগসের শোরুমকে জরিমানা

|

অনুমোদন ছাড়া আমদানি করা রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার বিক্রি করায় সনি র‍্যাংগস ইলেকট্রনিক্সের একটি শোরুমকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে এ অভিযান চালানো হয়। আমদানি করা এসব পণ্য বিক্রি করতে বিএসটিআইয়ের সনদ নিতে হয়। কিন্তু চার বছর পার হলেও সনি র‍্যাংস অনুমোদন না নিয়েই পণ্য বিক্রি করে আসছে।

প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সাশ্রয়ী বলে অনেক পণ্যও বিক্রি করে আসছে। বাস্তবে সেগুলোর বিদ্যুৎ খরচ কম কিনা সেটা ক্রেতাদের বোঝার উপায় নেই। এর আগে সকালে গুলশানের ফলের দোকানে ১০ রকম ফলে ফরমালিনের পরীক্ষা করে বিএসটিআই। তবে ফরমালিন পায়নি বিএসটিআই।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply