প্রতিপক্ষের দিকে বল ছুঁড়ে মারায় খালেদের শাস্তি

|

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পোর্ট এলিজাবেথ টেস্টে প্রতিপক্ষের দিকে বল ছুঁড়ে মারায় টাইগার পেসার খালেদ আহমেদকে শাস্তি দিয়েছে আইসিসি। তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যোগ হওয়াসহ ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

সিরিজের দ্বিতীয় টেস্টে প্রোটিয়া ব্যাটার কাইল ভেরেইনির দিকে বল ছুঁড়ে মারেন খালেদ। প্রথম ইনিংসের ৯৫তম ওভারের ৫ম বলে এই ঘটনা ঘটে। খালেদ ঘটনার দায় স্বীকার করে নেয়ায় আলাদা শুনানির প্রয়োজন পড়েনি।

তবে আইসিসির ‘কোড অব কন্ডাক্টের’ লেভেল ওয়ান ভঙ্গের অভিযোগ আনা হয় খালেদ আহমেদের বিরুদ্ধে। আর শাস্তিটি দেয়া হয়েছে কোড অব কন্ডাক্টের একটি ধারা অনুযায়ী।

আরও পড়ুন: উন্নতিতে মনোযোগ দিতে হবে, এই ফল নিয়ে বসে থাকলে চলবে না: মুমিনুল

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply