বাংলাদেশে খেলে যাওয়া পাকিস্তানি স্পিনারের মৃত্যু

|

মোহাম্মদ হুসেইন। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ হুসেইন মৃত্যুবরণ করেছেন। লাহোরে মাত্র ৪৫ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলে যাওয়া এই আন্তর্জাতিক ক্রিকেটার।

দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যা ও ডায়াবেটিকে ভুগছিলেন হুসেইন। ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে দুটি টেস্ট ও ১৪টি ওয়ানডে খেলেছেন তিনি। ১৯৯৬ সালে ফয়সালাবাদে জিম্বাবুয়ের বিপক্ষে হয়েছিল তার টেস্ট অভিষেক। পাকিস্তানের জার্সিতে টেস্টে ৩ উইকেটের পাশাপাশি ওয়ানডেতে এই স্পিনার শিকার করেন ১৩ উইকেট। লোয়ার অর্ডারে ব্যাট হাতেও পারদর্শী ছিলেন মোহাম্মদ হুসেইন। ওয়ানডে ফরম্যাটে ৩০’র উপরে গড়ে করেছিলেন ১৫৪ রান।

১৯৯৮ সালে ইন্ডিপেন্ডেন্স কাপে খেলতে বাংলাদেশে এসেছিলেন মোহাম্মদ হুসেইন। এরপর বাংলাদেশে এসে ঘরোয়া ক্রিকেটও খেলে গেছেন তিনি।

আরও পড়ুন: প্রতিপক্ষের দিকে বল ছুঁড়ে মারায় খালেদের শাস্তি

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply