প্রথম লেগে স্টামফোর্ড ব্রিজে করিম বেনজেমা শো দেখেছিল দর্শকরা। ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতেও শেষ মুহূর্তে জ্বলে উঠেছেন রিয়াল মাদ্রিদের এ স্টাইকার। আর তাতে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে নিজেদের দ্বিতীয় লেগে চেলসির বিরুদ্ধে লড়াইয়ে হারের ব্যবধান কমায় রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, এ ম্যাচে চেলসি ৩-২ গোলের ব্যবধানে জয় পেলেও হতাশা নিয়ে মাঠ ছাড়ে।
দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে আনচেলত্তির শীর্ষরা এগিয়ে থাকায় চ্যাম্পিয়নস লিগের চলতি আসর থেকে বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় চেলসি। টিনো ভার্নারের পাসে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ম্যাসন মন্তের ডান পায়ের জোরালো শট গোলকিপারের বা দিক দিয়ে জাল কাঁপায়। ৩৪ মিনিটে রুডিগারের শট লক্ষ্যভ্রষ্ট হলে চেলসি ব্যবধান বাড়াতে পারেনি।
বিরতির পর খেলা বেশ জমে ওঠে। দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর খেলতে থাকে। এরমধ্যে চেলসি ব্যবধান বাড়াতে সময় নেয়নি। ৬১ মিনিটে ম্যাসন মন্তের ক্রসে রুডিগার দারুণ জোরালো হেডে জাল খুঁজে নেয়।
৬২ মিনিটে চেলসির জালে রিয়াল বল স্পর্শ করলেও গোল হয়নি। ভিএআর দেখে তা বাতিল করে দেওয়া হয়। চার মিনিট পর ফারলান্ডো মেন্ডির ক্রসে করিম বেনজেমার হেড ক্রসবারে লেগে প্রতিহত হলে ব্যবধান কমানো যায়নি।
৭৫ মিনিটে চেলসি তৃতীয় গোল করে রিয়ালকে ব্যাকফুটে ফেলে দেয়। টিমো ভার্নার বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে ডজ দিয়ে জোরালো শট নিলে তা গোলকিপার কোর্তোয়ার হাতে লেগে জড়িয়ে যায় জালে।
৮০ মিনিটে রিয়াল এক গোল শোধ দিলে ম্যাচ জমে ওঠে। লুকা মদরিচের এসিস্টে রদ্রিগো চলতি বলেই লক্ষ্যে ডান পা চালিয়ে দেন। তাতেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের ক্রসে করিম বেনজেমা জোরালো হেডে গোল করলে চেলসিকে ছিটকে দেয় রিয়াল মাদ্রিদ।
/এমএন
Leave a reply