রাজবাড়ী প্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নতুন করে ৯২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে শিশুদের তুলনায় বড়দের সংখ্যা বেশি। বুধবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
অধিক হারে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। এ সময় নির্দিষ্ট বেড না পেয়ে রোগীদের গাছতলা, হাসপাতালের বারান্দা, ফ্লোরসহ বিভিন্নস্থানে এলোমেলোভাবে চিকিৎসা নিতে দেখা যায়। এ সময় যথাযথ চিকিৎসা ও স্যালাইন কম সরবরাহের অভিযোগ করেছেন রোগী ও তার স্বজনরা।
তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে বেগ পেতে হচ্ছে।
এটিএম/
Leave a reply