যুক্তরাষ্ট্রে করোনার পরবর্তী হটস্পটে পরিণত হচ্ছে- পার্লামেন্ট ভবন ‘ক্যাপিটল হিল’। মঙ্গলবার এই হেডলাইনে খবর সম্প্রচার করেছে মার্কিন গণমাধ্যমগুলো।
ফক্স নিউজের তথ্য অনুসারে, চলতি সপ্তাহেই কংগ্রেসের চার সদস্যের শরীরে মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। তাছাড়া এখন পর্যন্ত ১৩৫ সদস্য এবং কর্মকর্তা কোভিডে আক্রান্ত হয়েছেন। যাদের ৭৮ জনই অসুস্থ হন চলতি বছর।
প্রতিবেদনে বলা হয়, মার্চের এক তারিখ থেকে যুক্তরাষ্ট্রে কোভিড নীতিমালা শিথিল করায় বাড়ছে সংক্রমণ। সেদিনই ক্যাপিটল হিলের ৬ আইনপ্রণেতার করোনা শনাক্ত হয়। বলা হচ্ছে, সম্প্রতি হোয়াইট হাউস এবং পার্লামেন্ট ভবনে বেড়েছে গুচ্ছ সংক্রমণ। এপ্রিলের প্রথম সপ্তাহে গ্রিডিরন ক্লাবের ঐতিহ্যবাহী নৈশভোজে অংশ নেন পাঁচ শতাধিক রাজনীতিক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী। সেখান থেকেই সংক্রমিত হন ৮০ জন।
আরও পড়ুন: সংসদের মধ্যেই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে ‘আন্তর্জাতিক ভিখারি’ বললেন এমপি!
ইউএইচ/
Leave a reply