বিচার বহির্ভূত হত্যা ও গুমসহ নানা অপরাধে জড়িত থাকলেও জবাবদিহিতার মুখোমুখি করা হয় না বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়- হত্যা, দুর্নীতি ও নিপীড়নের ঘটনায় দায়মুক্তি পেয়ে আসছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসব ঘটনায় কাউকে তদন্ত বা বিচারের মুখোমুখি করা হয় খুবই কম। মানবাধিকার লঙ্ঘনের মধ্যে বেআইনি হত্যাকাণ্ড, গুম, নাগরিক নির্যাতন বা অমানবিক আচরণের কথা বলা হয়।
এছাড়া রাজনৈতিক কারণে গ্রেফতার, বিচার বিভাগের স্বাধীনতায় বাধা, অভিযুক্ত কোনো ব্যক্তির পরিবারকে হয়রানি, অন্যায়ভাবে গ্রেফতার বা বিচারের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। বাকস্বাধীনতা, সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ, ইন্টারনেট ব্যবহারে কড়াকড়ি এবং সাংবাদিকের ওপর সহিংসতার তথ্যও উঠে আসে প্রতিবেদনে।
ইউএইচ/
Leave a reply