ভিসার আবেদন গ্রহণের সময় বাড়ালো ভারতীয় দূতাবাস

|

ছবি: সংগৃহীত

রমজান মাসে ভিসার আবেদন গ্রহণের সময় বাড়িয়েছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস। বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন বুধবার (১৩ এপ্রিল) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছে, রমজান মাসে ভারতীয় ভিসার চাহিদা বেড়ে যাওয়ায় ভিসা প্রত্যাশীদের ভোগান্তি কমাতে ও সেবা প্রদানের মান বাড়ানোর লক্ষ্যে নতুন বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে, যার মাঝে রয়েছে ভিসার আবেদন গ্রহণের সময় বাড়ানো।

ভারতীয় হাই কমিশনের নেয়া নতুন পদক্ষেপগুলো হচ্ছে,

ভিসার আবেদন গ্রহণের নতুন সময়সীমা হচ্ছে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত, আগে যা ছিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা। এবং ভিসা বিতরণের সময় বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আবেদনকারীদের সহায়তার জন্য আইভিএসি (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) সেন্টারে ডিসপ্লে মনিটর বাড়ানো হয়েছে।

ভিসার আবেদনকারীদের জন্য দূতাবাসে লোকবল বাড়ানো হয়েছে। তাছাড়া ভিসা আবেদনের কাউন্টারে অতিরিক্ত কর্মচারী নিযুক্ত করা হয়েছে।

ভিসার আবেদন গ্রহণ ও ডেলিভারির প্রক্রিয়া সমন্বয় ও ত্বরান্বিত করার জন্য ফ্লোর ম্যানেজার নিবেদিত থাকবে।

মুক্তিযোদ্ধা ও বয়স্ক নাগরিকদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আইভিএসি সেন্টার আগামী ১৭ এপ্রিলও (ছুটির দিন) খোলা থাকবে।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply