১ মাসে ১৪ খুন, পশ্চিম তীরে টহল জোরদার করলো ইসরায়েলি সেনাবাহিনী

|

ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরে টহল জোরদার করেছে, ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবারও (১২ এপ্রিল) গ্রেফতার হয়েছেন ২০ ফিলিস্তিনি।

অভিযান চলাকালে সেনা সদস্যদের লক্ষ্য করে হাতবোমা ছোঁড়া হয়েছে এমন দাবিও করেছে ইসরায়েল। এ সময় ছুরিকাঘাতের চেষ্টা করায় এক ফিলিস্তিনিকে গুলি ছুঁড়ে হত্যা করে ইহুদি সেনাবহর।

গেলো একমাসে চারটি হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১৪ ইসরায়েলির। খবর আল জাজিরার। এর মাঝে দুটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। জানিয়েছেন, এর সাথে জড়িত আইএস’র মতো সন্ত্রাসী সংগঠন।

আরও পড়ুন: ‘ইরানের ভবিষ্যৎ পরমাণু আলোচনার সাফল্য-ব্যর্থতার ওপর নির্ভরশীল নয়’

অপরাধ দমনে, জেনিন শহরের আশ্রয় কেন্দ্রগুলোকে টার্গেট বানিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযোগ, সেখানেই লুকিয়ে আছেন সন্দেহভাজন হামলাকারীরা।

গত শনিবার জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন। পরদিন রোববার জেরিকো ও তুলকারেম এলাকায় দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply