শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো: বিশ্বব্যাংক

|

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ হ্যানস টিমার। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার অবস্থায় নেই বাংলাদেশ। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভালো অবস্থায় আছে বলে মনে করে বিশ্বব্যাংক। তবে, বৈদেশিক অর্থের যথার্থ ব্যবহার, রিজার্ভ ব্যবহারে সতর্কতা এবং রাজস্ব আদায়ে মনোযোগী হবার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক ঋণদাতা এই সংস্থা।

বুধবার (১৩ এপ্রিল) বিকেলে অনলাইন বিফ্রিংয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ হ্যানস টিমার বলেন, করোনা মহামারি সামলে উঠেছে বাংলাদেশ। জিডিপি প্রবৃদ্ধিতেও এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ হ্যানস টিমার আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মূল্যস্ফীতি চাপ তৈরি করেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও উস্কে দিয়েছে এই যুদ্ধ। বলা হয়, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দক্ষিণ এশিয়ার জিডিপিতে নেতিবাচক প্রভাব পড়বে। চলতি অর্থ বছরে যা দাঁড়াতে পারে ৬ দশমিক ৬ ভাগে।

আরও পড়ুন: ‘শ্রীলংকার সাথে তুলনা দুঃখজনক’

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply