স্টাফ রিপোর্টার, মাদারীপুর:
র্যাব পরিচয়ে মাদারীপুরের শিবচরের ‘গণ উন্নয়ন সমবায় সমিতি’ নামের একটি এনজিওর ২ কর্মীকে তুলে নিয়ে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে।
এনজিও ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে শিবচরের পাচ্চর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ২০ লাখ টাকা উত্তোলনের জন্য আসেন গণ উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের মালের হাট শাখার ক্যাশিয়ার মো. ওয়াজেদ আলী ও সুপারভাইজার নাজমুল হুদা। তারা টাকা উত্তোলন করে একটি কালো রংয়ের ব্যাগে টাকা নিয়ে ব্যাংকের সামনে থেকে নিজেদের মোটরসাইকেলে চড়ে মালের হাট শাখা অফিসে রওনা দেয়। তাদের মোটরসাইকেলটি সন্ন্যাসীরচর ইউনিয়নের পাচু হাওলাদারকান্দি গ্রামের সুমি নার্সারী সংলগ্ন স্থানে পৌঁছলে সেখানে সিলভার রংয়ের একটি প্রাইভেটকার থেকে র্যাবের কটি গায়ে দেয়া ৩ জন লোক নেমে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ওই তিন ব্যাক্তি নিজেদের র্যাব পরিচয় দিয়ে মাদকদ্রব্য আছে বলে ওয়াজেদ আলী ও নাজমুল হুদাকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে ফেলে। চলন্ত গাড়ির মধ্যে তাদের দু’জনকে মারধর করে তাদের ব্যাগে থাকা ২০ লাখ টাকা কেড়ে নিয়ে দুপুর প্রায় ১২টার দিক ফরিদপুর জেলার নগরকান্দা থানার কালিয়ার মোড় নামক স্থানে মহাসড়কের উপর তাদেরকে গাড়ি থেকে নামিয়ে প্রাইভেটকার নিয়ে গোপালগঞ্জের দিকে চলে যায়।
পরে খবর পেয়ে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান ও শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরেজমিনে পাচ্চর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় মঙ্গলবার সকালে গণ উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের দুই স্টাফ ব্যাংকে ঢোকার প্রায় ১০ মিনিট আগে মাস্ক পরিহিত এক যুবক ব্যাংকের ভিতরে প্রবেশ করে। ব্যাংকে টাকা জমা দেয়ার ভান করে পকেট থেকে টাকা বের করলেও জমা না দিয়ে ব্যাংকের সোফায় বসে থাকে। এরপর গণ উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের দুই স্টাফ টাকা উত্তোলন করে বের হওয়ার ১০ সেকেন্ড আগে মাস্ক পড়া যুবক ব্যাংক থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়ায়। এনজিওর স্টাফরা গেট অতিক্রম করার পর ওই যুবক মোবাইলে কথা বলতে বলতে তাদের পিছু নেয়।
এনজিও স্টাফ ওয়াজেদ আলী বলেন, গাড়িটি পিছন থেকে দ্রুতগতিতে আমাদের অতিক্রম করে। পরে নার্সারির সামনে গিয়ে আমাদের র্যাবের কটি পড়ে অস্ত্র ঠেকিয়ে গাড়িতে তুলে নিয়ে চোখ বেঁধে বেদম মারধর করে টাকা নিয়ে যায়। পরে আমাদের ফেলে রেখে যায়।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
জেডআই/
Leave a reply