‘জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে; স্বাধীনতা চায় নাকি বিদেশি শক্তির দাস হবে’

|

ইমরান খান। ফাইল ছবি।

পাকিস্তানের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের জনগণকেই এখনই সিদ্ধান্ত নিতে হবে। তারা সত্যিকারের স্বাধীনতা চায় নাকি বিদেশি শক্তির দাস হয়ে থাকবে। গতকাল বুধবার দেশটির পেশোয়ারে আয়োজিত বিশাল এক জনসভায় এ কথা বলেন তিনি।

বর্তমান সরকারকে চোর আখ্যা দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান। অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর এটিই কোনো জনসভায় ইমরান খানের প্রথম ভাষণ। সমাবেশে জড়ো হয় তার দল পিটিআইয়ের হাজার হাজার কর্মী-সমর্থক।

ইমরান খান বলেন, যারা বিদেশে অর্থ পাচার করেছে কিংবা পাকিস্তানে ড্রোন হামলার সময় চুপ ছিল, তাদের হাতেই আজ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা। পিটিআই নেতা আলী আমিন গন্ডাপুর, খাইবার পাখতুনের মুখ্যমন্ত্রী মাহমুদ খানসহ শরিকদলের নেতারাও ভাষণ দেন জনসভায়। গত সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রী পদ থেকে বিদায় নিতে বাধ্য হন ইমরান। সোমবার নতুন সরকার প্রধানের দায়িত্ব পান শাহবাজ শরিফ।

ইমরান খান তার বক্তব্যে বলেন, বিক্ষোভ-আন্দোলনের মধ্য দিয়ে জনগণ জানিয়ে দিয়েছে তারা কি চায়। যতদিন এই সরকার নির্বাচনের ঘোষণা না দেয়, আমরা চাপ দিয়ে যাব। রাজপথে আন্দোলন জারি রাখতে হবে। কথা দিচ্ছি, প্রধানমন্ত্রী নির্বাচিত হই অথবা বিরোধী নেতা, পাকিস্তানকে অন্য কোনো দেশের যুদ্ধে জড়াতে দেবো না। পাকিস্তানের জন্যই বাঁচবো, নয়তো মরবো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply