আজও দেশের বিভিন্নস্থানে বয়ে গেছে ঝড়ো হাওয়া। বজ্রপাতে সুনামগঞ্জ, গাইবান্ধা ও বগুড়ায় মারা গেছে সাতজন।
সকালে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়ায় বাজ্রঘাতে মারা যান একজন। একই সময় জেলার জামালগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেছে আরও দুইজনের জনের। আহত হয় তিন জন। গাইবান্ধার সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছ। আহত হয়েছে আরও দুইজন।
স্থানীয়রা জানায়, দুপুরে কৃষক আবদুস সালাম তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে জমিতে ধান কাটছিল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মা বিলকিছ বেগম ও ছেলে সোহেল মিয়া মারা যান। গুরুতর আহত হয় বাবা আবদুস ছালাম ও অপর এক সন্তান।
এদিকে বগুড়ায় সোনাতলায় শালিখা গ্রামে কৃষক স্বামীর জন্য খাবার নিয়ে যাবার পথে, বজ্রপাতে মৃত্যু হয়েছে মা ও শিশু সন্তানের। আর শিবগঞ্জের দেউলি ইউনিয়নে কলার ক্ষেতে কাজ করার সময় মারা গেছেন এক কৃষক। এ নিয়ে গত তিন দিনে বাজপড়ে প্রাণ হারাল ৩০ জনেরও বেশি মানুষ।
Leave a reply