প্রেমিকার সাথে প্রথম দেখায় যে ৫টি ভুল কখনো করবেন না

|

আপনি কি কোনো মেয়ের সাথে ডেটিং অ্যাপে বা সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হয়েছেন? ফোনে আপনাদের আলাপ বেশ জমে উঠেছে? ভাবছেন, এখন দেখা করলে মন্দ হবে না? তাহলে আপনার সেই পছন্দের মানুষের সাথে দেখা করার আগে জেনে নেয়া উচিৎ ৫টি বিষয়; যা প্রথমদিন দেখা করার আগে জানা জরুরি।

১) মনে করুন, আপনি প্রথম আপনার পছন্দের বন্ধুটির সাথে কোনো রেস্তোরাঁয় দেখা করতে গেলেন। সাধারণত অনেক সময় রেস্তোরাঁয় খাবার দিতে দেরি হয়। খাবার দেরিতে আসায় আপনি ওয়েটারের সাথে খারাপ আচরণ করে বসলেন। মনে রাখবেন ব্যবহারেই বংশের পরিচয়। আপনার ব্যবহারই অনেকটা বলে দেবে, আপনি আসলে কেমন প্রকৃতির মানুষ। খারাপ আচরণ আপনার নতুন বন্ধুর মনে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা এনে দিতে পারে।

২) অনেক সময় আমরা কারো সাথে প্রথম দেখা করতে গিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি অথবা ফোনে অনেক বেশি কথা বলি। এটি ভুলেও করবেন না। আপনি যদি ফোনে অথবা তাকে বাদ দিয়ে অন্য কোথাও নিজেকে ব্যস্ত রাখেন তাহলে আপনার বান্ধবীর মনে আপনাকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে।

৩) প্রথমদিন দেখা করতে গিয়ে নিজেকে নিয়ে কোনো ধরনের দাম্ভিকতা বা নিজেকে নিয়ে সব কথা বলবেন না। আপনার বান্ধবীর পছন্দ-অপন্দের বিষয়ে জানার চেষ্টা করুন। এতে করে আপনার বান্ধবী ভাববে আপনি তার বিষয়ে জানতে আগ্রহী।

৪) খাবার অর্ডার করার আগে বান্ধবীর পছন্দের কথা জিজ্ঞেস করতে ভুলবেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার বান্ধবীকে খাবার অর্ডার করতে বলেন। খাবার শেষে বিল নিজে দেয়ার চেষ্টা করুন। তবে, আপনার বান্ধবীও বিলের অর্ধেক দিতে চান কিনা সেদিকে খেয়াল করুন। আপনার বান্ধবী যদি বিলের অর্ধেক দিতে ইচ্ছুক হন তাহলে জোর করে নিজে সবটুকু দিতে যাবেন না। অনেক সময় অনেক মেয়ে স্বনির্ভর হয়ে থাকে, যারা বিল দিতে চান।

৫) দেখা করার পুরোটা সময় গম্ভীর কথা না বলে কিছুটা ঠাট্টা বা রসিকতা করে কথা বলতে পারেন। তবে খেয়াল রাখুন তা যেন কোনোভাবেই তাকে অপমানিত বা মনে আঘাত না করে।

প্রেমের বিষয়ে একটি কথা বহুলভাবে প্রচলিত। সেটি হলো ‘ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন’। অর্থাৎ প্রথম দেখা-ই অনেকটা নির্ভর করবে, আপনার বিষয়ে আপনার পছন্দের মানুষের ধারণা। এমনও হতে পারে প্রথম দেখার পরই আপনারা ভালো বন্ধু থেকে পরিণত হবেন প্রেমিক-প্রেমিকায়। অথবা এমন হলো, প্রথম দিন দেখা করার পর আপনার বন্ধুটি আপনার সাথে দ্বিতীয় দিন দেখা করার আগ্রহ পেলো না।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply