রাজশাহীতে গরমে অতিষ্ঠ জনজীবন, তাপমাত্রা ৩৮.৩ ডিগ্রী

|

রাজশাহীতে একদিনের ব্যবধানে গরমের তীব্রতা কিছুটা কমেছে। শনিবার (১৬ এপ্রিল) বিভাগটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বেলা ৩টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে বিকেলের পর থেকে তাপমাত্রা কমতে থাকে।

গতকাল শুক্রবার রাজশাহীতে গত আট বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে আগামী কয়েকদিন গরমের তীব্রতা অব্যাহত থাকবে। কারণ হিসেবে বলছে, রাজশাহীর ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে। এদিকে তাপমাত্রায় বাড়ায় রাজশাহীতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বাসিন্দারা বৃষ্টির প্রত্যাশা করছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply