ঈদে ঘরমুখো যাত্রীর চাপে যাতায়াত ব্যবস্থা কোমায় চলে যাবে: যাত্রী কল্যাণ সমিতি

|

এ বছর ঈদে ঘরমুখো যাত্রীর চাপে যাতায়াত ব্যবস্থা কোমায় চলে যাবে, এমন মন্তব্য করেছেন যাত্রী কল্যাণ সমিতি। তাদের শঙ্কা, ২৫ রোজার পর থেকে সড়ক-মহাসড়কে তৈরি হবে অচলাবস্থা।

রোববার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তেন আয়োজিত সংবাদ সম্মেলনে এ শঙ্কা প্রকাশ করে যাত্রী কল্যাণ সমিতি। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, আগামী ২৫ রমজান থেকে ঈদ পর্যন্ত প্রতিদিন দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী অচল হয়ে যাবে। এবারের ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ, পরিবহন সংকট, করোনার ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য চালাতে কিছু কিছু পরিবহন মালিক-চালকরা মরিয়া হয়ে উঠেছে।

সংগঠনটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বলেন, করোনার কারণে গেলো দুই বছর রাজধানী থেকে বেশি মানুষ গ্রামের বাড়ি যেতে পারেনি। তাই এবার ঈদে ঘরে ফেরা মানুষের স্রোত নামবে বলে মনে করছেন তারা। তাতে উল্লেখ করা হয়, এ সময় প্রায় এক কোটি মানুষ ঢাকা ছাড়বে আর পাঁচ কোটি মানুষ বিভিন্ন জেলায় যাতায়াত করবে। ফলে দুর্ঘটনার শঙ্কাও বাড়বে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply