পোল্যান্ড সীমান্তে ৮০ কিলোমিটার জুড়ে রুশ ও বেলারুশীয় ট্রাক

|

ছবি: সংগৃহীত

রাশিয়া ও বেলারুশের মালিকানাধীন ট্রাকের ইউরোপীয় ইউনিয়নে প্রবেশে নিষেধাজ্ঞার জেরে পোল্যান্ড সীমান্তে সৃষ্টি হয়েছে তীব্র যানযট। লরি ও ট্রাকের এই বহরটি প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ ছিল যা অন্তত ৩৩ ঘণ্টা পর্যন্ত আটকে ছিল। খবর ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির।

শনিবারের (১৬ এপ্রিল) মধ্যে নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণায় সীমান্ত এলাকায় দেখা দিয়েছে এই অচলাবস্থা। মাইলের পর মাইল সড়ক জুড়ে আটকে পড়েছে পণ্যবাহী হাজারো ট্রাক। এতে নির্ধারিত সময়ের মধ্যে সীমান্ত পাড়ি দেয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যার ফলে মোটা অঙ্কের জরিমানা বা গাড়ি জব্দ করতে পারে ইউরোপীয় প্রশাসন।

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে চলতি মাসের শুরুর দিকে রাশিয়া ও এর মিত্র বেলারুশের পণ্যবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। তাই ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত অঞ্চল ছাড়তে চাইছে দেশ দুইটির ট্রাক। তবে তীব্র এই যানজটের  কারণে ট্রাকগুলো পৌঁছাতে পারবে কিনা সেটি নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। যদিও ওষুধ ও জ্বালানিবাহী যানের ক্ষেত্রে শিথিল রয়েছে বিধিনিষেধ।

আরও পড়ুন: পশ্চিমা অস্ত্রবাহী ইউক্রেনীয় উড়োজাহাজ ভূপাতিত করা হয়েছে: রাশিয়া

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply