উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী অভিঘাত মোকাবেলায় প্রস্তুতি নেয়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

|

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী অভিঘাত মোকাবেলায় আগ থেকেই প্রস্তুতি নেয়ার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, প্রস্তুতি ছাড়া হঠাৎ করেই উত্তরণ ঘটলে সংকটে পড়ার শঙ্কা আছে।

রোববার (১৭ এপ্রিল) বিকেলে ‘এলডিসি গ্রাজুয়েশন ন্যাশনাল ওয়ার্কশপ’ শেষে বাণিজ্যমন্ত্রী আরও জানান, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর জিএসপি সুবিধা হারাবে বাংলাদেশ। এরপর আসবে জিএসপি প্লাস। তবে, সব দেশ এই সুবিধা দেবে না। তাহলে টিকে থাকার জন্য আগ থেকেই রোডম্যাপ প্রয়োজন।

সরকার বিভিন্ন দেশের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি (পিটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (এফটিএ) করার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে বলে এ সময় উল্লেখ করেন টিপু মুনশি। কর্মশালায় বক্তারা জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার আগামী বৈঠকে স্বল্পোন্নত দেশ হিসেবে নায্য হিস্যা আদায়ে সোচ্চার হতে হবে। চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা এবং প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

/এমএন

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply