বাংলা সংস্কৃতির অগ্রযাত্রায় ‘ইয়ুথ বাংলা’ অবদান রাখছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

|

‘ইয়ুথ বাংলা’ দেশে-বিদেশে বাংলা সংস্কৃতির অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখছে; এমন মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

রোববার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে ‘ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন’ আয়োজিত ‘টোটাল এনার্জিস প্রেজেন্টস ইয়ুথ এন্টারপ্রেনিউরিয়াল ফেস্টিভ্যাল ২০২২’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সংগঠনটি ইতোমধ্যে একটি মানবিক ও প্রগতিশীল সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের ২৭টি দেশে সংগঠনটির শাখা বিস্তৃত।

উল্লেখ্য, ‘তরুণ শক্তির উৎকর্ষে’ স্লোগান নিয়ে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন দ্বিতীয়বারের মতো গত ১৪ থেকে ১৬ এপ্রিল তিন দিনব্যাপী এ ফেস্টিভ্যাল আয়োজন করে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply