ইউরোপে সবার আগে লিগ শিরোপার দ্বারপ্রান্তে পিএসজি

|

ছবি: সংগৃহীত

ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে সবার আগে লিগ শিরোপা নিশ্চিত করতে যাচ্ছে পিএসজি। বুধবার (২০ এপ্রিল) রাতে লিগ ওয়ানের ৩৩তম ম্যাচে অঁজের বিপক্ষে জয় পেলেই ১০ম শিরোপা ঘরে তুলবে প্যারিস সেইন্ট জার্মেই। বুন্দেসলিগার শিরোপাও নির্ধারিত হতে পারে চলতি সপ্তাহে। শনিবার টেবিলের দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় পেলেই লিগের রেকর্ড ৩০তম শিরোপার পাশাপাশি টানা ১০ম শিরোপা জয়ের হাতছানি বাভারিয়ানদের সামনে।

এই দুই লিগের বাইরে ইউরোপের শীর্ষ অন্যান্য লিগগুলোর শিরোপার লড়াই জমে উঠেছে বেশ। ইপিএলে এখন বাকি ৭ রাউন্ডে দুই শীর্ষ দল ম্যানচেস্টার সিটি আর লিভারপুলের পয়েন্ট ব্যবধান মাত্র ১। সিরি আ’তে ইঁদুর-বেড়াল লড়াই চলছে ইন্টার মিলান আর এসি মিলানের মাঝে। ৫ রাউন্ডের খেলা বাকি থাকতে এখানেও ব্যবধানটা এক পয়েন্টের। তাই এই দুই লিগের শিরোপা নির্ধারণের জন্য অপেক্ষা করতে হতে পারে শেষ রাউন্ড পর্যন্ত।

ছবি: সংগৃহীত

তবে শিরোপা নির্ধারণের খুব কাছাকাছি লিগ ওয়ান আর বুন্দেসলিগা। বরাবরের মতো বাভারিয়ানরা সবার আগে শিরোপা নিশ্চিত করে আসছিল গেলো কয়েক মৌসুম ধরেই। এবার তাদের সাথে পাল্লা দিয়েছে পিএসজি।

বুধবার রাতে ৩৩তম রাউন্ডের ম্যাচে মাঠে নামবে পচেত্তিনোর দল। যেখানে টেবিলের ১৪তম স্থানে থাকা অঁজের বিপক্ষে জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে মেসি-নেইমার-এমবাপ্পেদের। তবে ম্যাচটি প্রতিপক্ষের মাঠে হওয়ায় অপেক্ষার পালা বাড়তেও পারে। কারণ, অনেক দলই চায় নিজেদের মাঠে শিরোপা জয়ের আনন্দ উদযাপন করতে। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা মার্সেই অবশ্য এই মৌসুমে ৭৭ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারবে না। তাই সেইন্ট এঁতিয়েনের ১০ শিরোপা জয়ের রেকর্ডে ভাগ বসাতে এখন মাত্র এক জয় দূরে ফরাসি জায়ান্টরা।

বুন্দেসলিগায় ১৮ দল হওয়ায় দ্রুতই শেষ হয় লিগ। রোববার রাতে বেলেফেল্ডের বিপক্ষে জয় পাওয়ায় অনেকটাই এগিয়ে রয়েছে বাভারিয়ানরা। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা বরুশিয়া নিজেদের বাকি চার ম্যাচে জয় পেলেও ৭৫ পয়েন্টের বেশি সংগ্রহ করতে পারবে না। শুধু তাই নয়, বাভারিয়ানদের পরের ম্যাচটিও শনিবার রাতে ডর্টমুন্ডের বিপক্ষেই। এমনকি এই ম্যাচে ড্র করলেও বুন্দেসলিগার টানা ১০ম শিরোপা ঘরে তুলবে জার্মান জায়ান্টরা।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply