ঈদ যাত্রার ভোগান্তি কমাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ৪২টি ফেরি ও লঞ্চ

|

ঈদে লঞ্চযাত্রায় যাত্রীদের ভোগান্তি। ছবি: সংগৃহীত।

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার করতে ৫টি ফেরিঘাট সচল রাখার সিদ্ধান্ত হয়েছে। চলবে ২১টি ফেরি ও ২১টি লঞ্চ। মোট ৪২টি ফেরি ও লঞ্চ চলবে এই রুটে। ঈদের আগে ও পরে ৭ দিন বন্ধ থাকবে অপচনশীল পন্যবাহী ট্রাক পারাপার।

সোমবার (১৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। ধারণা করা হচ্ছে, মাওয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঈদে দৌলতদিয়া-পাটুরিয়ায় অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে। তাই যাত্রী হয়রানি বন্ধ ও ভাড়া মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনার ঘোষণা দিয়েছে প্রশাসন।

এদিকে ঘরমুখী মানুষের দুর্ভোগ লাঘবে শিমুলিয়া-জাজিরা রুটে একটি ফেরিঘাট যুক্ত হচ্ছে। সকালে জাজিরায় সাত্তার মাদবর ঘাট পরিদর্শন শেষে একথা জানান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। এ রুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল করবে। এছাড়া শিমুলিয়া-বাংলাবাজার রুটে রাতে ফেরি চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply