রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে: পুতিন

|

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই মস্কোর ওপর আরোপিত পশ্চিমা বিভিন্ন দেশ ও সংস্থার নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির উচ্চপদস্থ অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ও বিভিন্ন সংস্থা রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও হামলা চালানো থেকে মস্কোকে বিরত রাখতে পারেনি।

গতকাল সোমবার (১৮ এপ্রিল) টেলিভিশনে দেয়া এক ভাষণে ভ্লাদিমির পুতিন বলেন, মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর পশ্চিমারা আশা করেছিল দ্রুতই রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি বিপর্যস্ত হবে, বাজারে আতঙ্ক সৃষ্টি হবে, ব্যাংকিং ব্যবস্থার পতন এবং দোকানে ঘাটতি দেখা দেবে। অর্থনৈতিকভাবে আঘাত করার এই কৌশল সফল হয়নি। উল্টো রাশিয়ার পরিবর্তে পশ্চিমা দেশগুলোর অর্থনীতির অবনতি হয়েছে।

রাশিয়ার মুদ্রাস্ফীতি স্বাভাবিক অবস্থায় চলে এসেছে বলেও দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট। বলেন, ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক গতিতে চলতে শুরু করেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply