নয়াদিল্লিতে সহিংসতার ঘটনায় ৫ জন অভিযুক্ত

|

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সহিংসতার ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করলো পুলিশ। তাদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা নীতিমালা-NSA’র আওতায় মামলা দায়ের করা হয়েছে। খবর এনডিটিভির।

যার ফলে, বিনা অভিযোগে আগামী একবছর পর্যন্ত তাদের আটকের এখতিয়ার পেলো নিরাপত্তা বাহিনী। অভিযুক্তরা হলেন- আনসার, সেলিম, ইমাম শেখ, দিলশাদ ও আহির।

সহিংসতার ঘটনায় দুই কিশোরসহ এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নীতিমালা ভঙ্গ এবং অসন্তোষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্টদের উপযুক্ত শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গেল শনিবার সনাতন ধর্মাবলম্বীদের উৎসব- হনুমান জয়ন্তী উপলক্ষে বের হয়েছিল শোভাযাত্রা। সেখানেই বাকবিতণ্ডার একপর্যায়ে দু’দলের মধ্যে ছড়ায় সহিংসতা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply