ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা বলেছেন, ক্যাম্পাসভিত্তিক রাজনীতি করার লক্ষ্যে কাজ করবে নতুন কমিটি। বুধবার (২০ এপ্রিল) নতুন কমিটির নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে স্বাক্ষাৎ করতে যান। এরপর সাংবাদিকদের এ কথা বলেন ছাত্রদলের নেতারা।
এদিন বেলা ১২টার দিকে উপাচার্যের কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় কমিটির পাঁচ সদস্য সাক্ষাৎ করেন। এ সময় তারা ক্যম্পাসে সহাবস্থান নিশ্চিতে উপাচার্যের হস্তক্ষেপ কামনা করেন।
এর আগে, এদিন বৃষ্টিতে ভিজে ক্যাম্পাস মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। টিএসসি, কলাভবন হয়ে মধুর ক্যান্টিনে অবস্থান নেয় তারা। পরে ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে মিছিল নিয়ে ভিসি কার্যালয়ে যায় নেতাকর্মীরা। এ সময় উপাচার্য শৃঙ্খলার সঙ্গে সৃজনশীল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
/এমএন
Leave a reply