কনস্টেবলকে এডিসি হারুনের থাপ্পড় মারার ভিডিও ভাইরাল

|

ছবি: ফেসবুক

নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ সদস্যদের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, এক পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ। এমন আচরণের সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত সোমবার (১৮ এপ্রিল) রাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিচ্ছিলেন এডিসি হারুন অর রশিদ। এমন সময় এক পুলিশ কনস্টেবল বলেন, গুলি শেষ হয়ে গেছে। পরক্ষণেই সেই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারেন এডিসি হারুন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এমন আচরণের নিন্দা ও সমালোচনাও করেছেন নেটিজেনরা।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সাথে যমুনা নিউজের কথা হয়। তিনি জানান, ভিডিওটি তিনি দেখেননি। আর এ নিয়ে রমনা ডিভিশন থেকে কোনো নোট যদি তাকে পাঠানো হয়, তবে তা খতিয়ে দেখা হবে। ডিএমপি কমিশনার আরও বলেন, কোন প্রসঙ্গে (এডিসি) হারুন অর রশিদ এই আচরণটি করেছেন, সেটিও একটি বিবেচ্য বিষয়। সব কিছু মিলিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply