পারমাণবিক সক্ষমতার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া; পুতিনের দাবি, ‘বিশ্বসেরা’

|

নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রটি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্লেসেতস্ক থেকে পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হয়েছে। আর তা প্রায় ৬ হাজার কিলোমিটার (৩ হাজার ৭০০ মাইল) দূরে কামচাটকা উপদ্বীপের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। খবর রয়টার্স এর।

পারমাণবিক সক্ষমতা সম্পন্ন নতুন এই রুশ ক্ষেপণাস্ত্রের নাম ‘সারমাত’। অত্যাধুনিক এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রকে বিশ্বসেরা বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, এই ক্ষেপণাস্ত্রের কারণে মস্কোর শত্রুরা থেমে যাবে এবং দ্বিতীয়বার চিন্তা করবে না (কোনো পদক্ষেপ নেওয়ার আগে)।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর প্রায় দুই মাসের মাথায় নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। রাশিয়া দাবি করেছে, বিশ্বের আধুনিক কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই সারমাতকে আটকাতে পারবে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply