বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) পেট্রোবাংলা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। গত ১১ এপ্রিল পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান মাস উপলক্ষে ১২ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিন (বিকেল পাঁচটা থেকে রাত ৯টা পর্যন্ত) চার ঘণ্টা শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানায়। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে সে কথাও বলা হয়।
এর আগে, রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত সিএনজি স্টেশন থেকে ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় পেট্রোবাংলা। এ হিসেবে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে সিএনজি স্টেশনে।
Leave a reply