আফগানিস্তানে দুই দফা বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৩৪

|

আফগানিস্তানে দুই দফা জোরালো বোমা বিস্ফোরণে এ পর্যন্ত প্রাণ হারালেন ৩৪ জন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) চালানো হামলা দুটিতে আহত হয়েছেন শতাধিক মানুষ। এরই মধ্যে হামলাগুলোর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

বিবিসির খবর বলছে, স্থানীয় সময় দুপুর পৌনে ১টা নাগাদ প্রথম বিস্ফোরণটি ঘটে মাজার ই শরিফ শহরে। স্থানীয় শিয়া মসজিদ শেহ দোকান ছিল বিস্ফোরণের লক্ষ্য। ঘটনাস্থলেই নামাজরত ৩০ মুসল্লি মৃত্যবরণ করেন। আহত ৮১ জনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। চিকিৎসারত অনেকের অবস্থা সংকটাপন্ন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে প্রতিবেশী কুন্দুজ শহরে। এতে প্রাণ হারান চার সেনা সদস্য, আহত হন কমপক্ষে ২২ জন। পুলিশ জানায়, মাটিতে পোতা ছিলো শক্তিশালী বোমা।

ঘটনার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) এক বিবৃতিতে জানিয়েছে, রিমোট কন্ট্রোলচালিত বোমা দিয়ে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।
/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply