শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুতগতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন

|

জাহাজ থেকে হামলায় সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। ইগল স্ট্রাইক- টুয়েন্টি ওয়ান নামের মিসাইলটি শব্দের চেয়েও পাঁচগুণ গতি সম্পন্ন বলে জানাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস।

এক ভিডিওতে দেখা যায়, রেনহাই-ক্লাস ক্রুজার থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। এটি অন্তত এক হাজার কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে বলে দাবি কর্তৃপক্ষের।

আর রেঞ্জের মধ্যে থাকা যে কোনো বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু বানাতে পারে এই মিসাইল। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর জন্য এই ক্ষেপণাস্ত্র মারাত্মক ঝুঁকি তৈরি করবে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

/এডিব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply