‘নিজেদের অপরাধের বিস্ফোরণের ভয়ে সরকার ভীত’

|

নজরুল ইসলাম খান। ফাইল ছবি।

নিজেদের অপরাধের বিস্ফোরণের ভয়ে সরকার ভীত। বিএনপির কর্মসূচিতে তারা ভয় পায় বলেই বাধার সৃষ্টি করছে। এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (২২ এপ্রিল) খালেদা জিয়াসহ দলের আটক নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব বলেন নজরুল ইসলাম খান। তিনি আরও বলেন, বাংলাদেশে সব জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। সরকারকে বলবো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হলে সবার জন্য ভালো। অন্যথায় পরিণতি ভালো হবে না। অন্যায় কায়দায় কৌশল করে ক্ষমতা দখল মেনে নেয়া হবে না।

সরকারি কর্মচারীদের দলীয় লেজুরবৃত্তি না করে দেশের সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের আলোচনা অনুষ্ঠান ও মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। নিউমার্কেটে শ্রমিক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কোনো সম্পর্ক না থাকলেও বিএনপির স্থানীয় নেতাদের নামে মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।

আরও পড়ুন: মেগাপ্রকল্প ও মেরামতের চাপে মহাসড়ক, বাড়ি ফেরা মানুষের ভোগান্তি

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply