‘ভারত তার স্বার্থ ভালো বোঝে’, ফের দেশটির পররাষ্ট্রনীতির প্রশংসায় ইমরান

|

ছবি: সংগৃহীত

ক্ষমতায় থাকা অবস্থায়ই ভারতের পররাষ্ট্রনীতির প্রশংসা করে সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষমতা হারানোর পরও একই সুরে কথা বললেন ইমরান।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) লাহোরে এক বিশাল জনসভায় এ মন্তব্য করেন ইমরান। সভায় পাকিস্তানে নতুন নির্বাচনের আহ্বানও জানান ইমরান।

বিশাল সমাবেশে ৬৯ বছর বয়সী ইমরান বলেন, ভারত অন্যান্য দেশের সুবিধার আগে নিজের জনগণের কথা চিন্তা করে। দেশটি যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র। আবার রাশিয়ার থেকে তেল কিনছে। তখন এ ব্যাপারে আপত্তি জানালে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, আমাদের দেশের জন্য যা ভালো তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেই। ভারতের পররাষ্ট্রনীতি নিজের জনগণের জন্য আর আমাদের অন্য দেশের স্বার্থে। এমনকি আমার বিরোধীরা আমাদের সাথে চীনের সম্পর্কও পছন্দ করেনি। তখন থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।

আরও পড়ুন: ‘এবার ইউক্রেনের রুবিঝনের দিকে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী’

সভায় ইমরান আবারও জোর দিয়ে বলেন, এই আমদানি করা সরকারকে আমরা কখনও মেনে নিব না। ভুল সংশোধনের একটাই উপায় আছে তা হচ্ছে অবিলম্বে নির্বাচন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply