ব্যবসায়ী-ছাত্র সংঘর্ষের ফুটেজ বিশ্লেষণ করে মামলার তদন্ত আগাবে: আইজিপি

|

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সহিংসতার ঘটনায় ছবি-ফুটেজ বিশ্লেষণ করে মামলার তদন্ত আগাবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। দোষীদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর রাজারবাগের পুলিশ লাইনসে আয়োজিত বার্ষিক আজান, কোরআন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আইজিপি বলেন, নিউমার্কেটে কী ঘটেছে তা সবাই দেখেছে। পুরো ঘটনার ছবি ও ফুটেজ আছে। সহিংসতার মামলায় কাউকে হয়রানি করা হচ্ছে না জানিয়ে বেনজীর আহমেদ বলেন, রাজনৈতিক বিবেচনায় মামলা হচ্ছে না, হবেও না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply