ইউক্রেনের মারিওপোলের কাছে প্রায় ৮৫ মিটার দীর্ঘ এক গণকবরের সন্ধান দিয়েছে স্যাটেলাইট ইমেজ। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট ফার্ম ম্যাক্সার জানিয়েছে, মারিওপোলের কাছে সন্ধান পাওয়া এই গণকবরে দেখা গেছে প্রায় ২০০ লাশ। খবর বিবিসির।
ম্যাক্সার জানিয়েছে, মারিওপোলের নিকটবর্তী এই গণকবরের সম্প্রসারণ শুরু হয়েছে মার্চের শেষ নাগাদ। রুশ সেনাদের হাতে নিহত মারিওপোলের বেসামরিক নাগরিকদের এই গণকবরে সমাহিত করার কাজও করেছে রাশিয়ার সেনারা, এমনটিই জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা। তবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি রাশিয়া।
মারিওপোলের ২০ কিলোমিটার পশ্চিমের গ্রাম মানহাশে অবস্থিত এই দাবিকৃত গণকবর। মারিওপোল সিটি কাউন্সিল এর আগেই গণকবরে লাশ সমাহিত করার অভিযোগ জানিয়ে আসছিল রুশদের বিরুদ্ধে। তারা আরও জানায়, স্থানীয় সমাধির চেয়ে প্রায় তিনগুণ বৃহৎ এই গণকবরে লরির মাধ্যমে নিয়ে আসা হয় লাশ। শহরটির মেয়র ভাদিম বইচেঙ্কো বলেছেন, মারিওপোলে এ পর্যন্ত কমপক্ষে ১০ হাজার বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: তিন রুশ সেনাকে হত্যা করেছে কাদিরভের বাহিনী!
এম ই/
Leave a reply