ইউক্রেনের এজেন্ট হিসেবে কাজ করছে রাশিয়ার বিরোধী নেতা ভ্লাদিমির কারা-মুর্জা জুনিয়র। এমন অভিযোগে তাকে আটকে রাখার নির্দেশ দিয়েছেন মস্কোর আদালত। খবর এপি নিউজের।
রুশ এই সাংবাদিক ও রাজনীতিকের বিরুদ্ধে এরইমধ্যে দায়ের করা হয়েছে ফৌজদারি মামলা। বলা হয়, ১২ জুন শুরু হবে শুনানি। তার আগ পর্যন্ত তাকে থাকতে হবে আটক অবস্থায়।
তবে মুর্জার আইনজীবীর দাবি, গেলো ১৫ মার্চ দেয়া এক বক্তব্যের জেরে এমন মিথ্যা অভিযোগ তুলে আটকে রাখা হচ্ছে। এর আগে ২০১৫ এবং ২০১৭ সালে শরীরে বিষ প্রয়োগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
আরও পড়ুন: শুধু ইউক্রেন নয়, আরও অনেক দেশ দখল করবে রাশিয়া: জেলেনস্কি
ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইউক্রেনে অভিযানের পরপরই রাশিয়া তার সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোকে অপরাধ বলে একটি আইন গ্রহণ করে। এই অপরাধের শাস্তি ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। মানবাধিকার আইনজীবীরা এ পর্যন্ত এ ধরনের ৩২টি মামলা গণনা করেছেন। যা মূলত রুশ-ইউক্রেন যুদ্ধের সমালোচকরাই পেয়েছেন।
কারা-মুর্জা একজন সাংবাদিক এবং প্রয়াত রাশিয়ান বিরোধী নেতা বরিস নেমতসভের একজন প্রাক্তন সহযোগী। ২০১৫ সালে খুন হয়েছিলেন নেমতসভে।
জেডআই/
Leave a reply