ইউক্রেনে গোপনে গণভোট আয়োজন রাশিয়ার! জনগণকে যে আহ্বান জানালেন জেলেনস্কি

|

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি।

ইউক্রেনে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে মিথ্যা গণভোটের প্রস্তুতি নিচ্ছে ভ্লাদিমির পুতিন সরকার। বৃহস্পতিবার (২২ এপ্রিল) এক বক্তব্যে এমন শঙ্কা জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের।

জেলেনস্কি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী দক্ষিণাঞ্চলের খেরসন এবং ঝাপোরিঝিয়া অঞ্চলে রুশ সরকার স্বাধীন ভোটের পরিকল্পনা করছে। তাই রুশ বাহিনীকে ব্যক্তিগত কোনো তথ্য বা পাসপোর্টের কপি না দিতে অঞ্চলের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

জেলেনস্কি আরও জানান, ২০১৪ সালে ইউক্রেনের কাছে থেকে যেভাবে ক্রাইমিয়াকে দখলে নিয়েছিলো মস্কো ঠিক একই কৌশলে দক্ষিণ ও পূর্বাঞ্চল দখলে নেয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন: কাজ করছেন ইউক্রেনের এজেন্ট হিসেবে! আটক রাশিয়ার বিরোধী নেতা

এর আগে বিশ্বকে সতর্ক করে দিয়ে জেলেনস্কি বলেছেন, রাশিয়া শুধু ইউক্রেন নয়। বিশ্বের আরও অনেক দেশ দখল করবে। যার আগে, পুরো ইউক্রেনের দখল নিতে চায় রাশিয়া বলে মন্তব্য করেছিলেন রাশিয়ার কেন্দ্রীয় মিলিটারি ডিস্ট্রিক্টের ডেপুটি কমান্ডার রুস্তম মিনেকায়েভ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply