লর্ডসে প্রথম ইফতার, উচ্ছ্বসিত মরগ্যান

|

ছবি: সংগৃহীত

মুসলিমদের জন্য পবিত্র মাস রমজান। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার এই মাসে মুসলিম ক্রিকেটারদের পাশে থাকার জন্য ‘হোম অব ক্রিকেট’ খ্যাত লর্ডসে এক ইফতারের আয়োজন করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর এই ইফতারে অংশ নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত ইংল্যান্ডের সীমিত ফরম্যাটের অধিনায়ক এউইন মরগ্যান।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) আয়োজিত সেই ইফতারে উপস্থাপনা করেছে পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ কমেডিয়ান, অভিনেতা ও লেখক আতিফ নওয়াজ। মরগ্যানসহ ইফতারে উপস্থিত ছিলেন ইংল্যান্ড ক্রিকেটের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিজের উচ্ছ্বাসের কথা শুক্রবার দেয়া এক টুইটবার্তায় জানিয়েছেন মরগ্যান। বলেছেন, হোম অব ক্রিকেটে গত সন্ধ্যাটা আসলেই উপভোগ্য ছিল। লর্ডসে প্রথমবারের মতো আয়োজিত হলো ইফতার। রমাদান করিম।

এই আয়োজনে উপস্থিত ছিলেন জাতভেদের কারণে ইয়র্কশায়ারে খেলার সময় বর্ণবাদের শিকার হওয়া আজিম রফিকও। তিনি বলেছেন, হোম অব ক্রিকেটে ইফতারে উপস্থিত হওয়াটা সম্মানের। আয়োজকদের এজন্য কৃতিত্ব দিতেই হয়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply