অননুমোদিত ওষুধ ও যৌন উত্তেজক ট্যাবলেটসহ ভুয়া চিকিৎসক মাসুদ আটক

|

ভুয়া সাইনবোর্ড ও ৫ ধরনের ভুয়া ডিগ্রি ব্যবহার করে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ধারণ করে দীর্ঘদিন যাবত এলাকাবাসীকে প্রতারিত করে আসছিলেন রুস্তম আলী মাসুদ। অবশেষে আজ শনিবার (২৩ এপ্রিল) দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়। আটক করা হয় তার তার সহকারী মো. আব্দুল্লাহকেও।

গণমাধ্যমে দিনাজপুর র‍্যাব-১৩ এর পাঠানো প্রেস রিলিজে এ তথ্য জানান ফ্লাইট লেফটেন্যান্ট সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক মাহমুদ বশির আহমেদ।

আটককৃত মো. রুস্তম আলী মাসুদ দিনাজপুর পৌর এলাকা রামনগরের বাসিন্দা। তার সহযোগী মো.আব্দুল্লাহ দিনাজপুর সদরের মহব্বতপুরের বাসিন্দা।

দিনাজপুর র‍্যাব-১৩ এর পক্ষ থেকে বলা হয়, দিনাজপুর সদরের আউলিয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজির দিঘির মোড় বাজারে ‘বাপ্পি ফার্মেসি’ নামক মেডিকেল স্টোরে মো. রুস্তম আলী মাসুদ নামে এক ব্যক্তি ভুয়া সাইনবোর্ড ও ৫ ধরনের ভুয়া ডিগ্রি ব্যবহার করে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ধারণ করে এলাকাবাসীকে প্রতারিত করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের বিশেষ গোয়েন্দা দল প্রথমে তথ্যের সত্যতা নিশ্চিত করে। পরে গত বৃহস্পতিবার সিভিল সার্জনের প্রতিনিধিকে সাথে নিয়ে র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল ঐ ফার্মেসিতে অভিযান চালায়। আটক করা হয় ভুয়া চিকিৎসক মাসুদকে। উদ্ধার করা হয় তার ব্যবহৃত বিভিন্ন ভুয়া প্রেসক্রিপশন, বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট, বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী। এ সময় তার সহযোগী মো. আব্দুল্লাহকেও আটক করা হয়।

দিনাজপুর র‍্যাব-১৩ আরও জানায়, তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় র‍্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply