কক্সবাজার প্রতিনিধি:
সেন্ট মার্টিনে এক জেলের জালে ধরা পড়েছে দেড়শো কেজি ওজনের বোল মাছ। শনিবার (২৩ এপ্রিল) সকালে জেলে রশিদ আহমদের টানা জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, ভোরে সহযোগীদের নিয়ে সেন্ট মার্টিনের উত্তর বীচ পয়েন্ট এলাকায় সাগরে টানা জাল ফেলেন রশিদ। জাল টেনে তোলার সময় বিরাট একটি বোল মাছ দেখতে পেয়ে নৌকার মাঝি-মাল্লারা উল্লাসে মেতে উঠে। মাছটি ঘাটে এনে পরিমাপ করে দেখা যায় এটির ওজন দেড়শ কেজি। প্রতি কেজি ৮শ টাকা দামে ১ লাখ ২০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে। মো. ইসমাঈল নামে একজন ব্যবসায়ী মাছটি কিনে নেন। পরে তিনি মাছটি টেকনাফ বাজারে নিয়ে বিক্রি করেন ১ লাখ ৯০ হাজার টাকায়।
মাছ পাওয়া সেন্ট মার্টিন ডেইল পাড়ার জেলে রশিদ জানান, এই মাছ মহান আল্লাহর দেওয়া ঈদের উপহারস্বরূপ। এই মাছ বিক্রির টাকা দিয়ে আমি সপরিবারে আনন্দে ইদ করতে পারবো।
সেন্ট মার্টিনের সাবেক ইউপি মেম্বার মো. হাবিব জানান, গতবছরও জেলে রশিদের টানা জালে ৬-৭ লাখ টাকার মাছ ধরা পড়েছিল।
জেডআই/
Leave a reply