সোমালিয়ায় রেস্তোরাঁয় বোমা হামলা, নিহত ৬

|

ছবি: সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে সমুদ্র সৈকতের এক রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আলজাজিরার।

খবর বলা হয়, ওই রেস্তোরাঁয় হামলার সময় সোমালিয়ার একজন পুলিশ কমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে তারা সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

মোগাদিশুর দক্ষিণে সৈকতে সম্প্রতি যাত্রা শুরু করার পর ‘দ্য প্যাসকেটোরে’ নামের ওই রেস্তোরাঁ সি ফুডের জন্য ভোজনরসিকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের প্রায়ই ওই রেস্তোরাঁয় দেখা যেত।

এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল শাদাব। এ সংগঠনের মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, স্বধর্মভ্রষ্ট হওয়ায় তারা রাজনীতিবিদ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের টার্গেট করেছিলেন।

উল্লেখ্য, জঙ্গি সংগঠন আল কায়েদার সহযোগী হিসেবে পরিচিত আল শাদাব মোগাদিশুতে এর আগেও সশস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি এসব হামলা সরকারের বিরুদ্ধে যুদ্ধের অংশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply