তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ১২ অভিবাসন প্রত্যাশী নিহত

|

তিউনিসিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশী বোঝাই চারটি নৌকা ডুবে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। টিআরটি ওয়ার্ল্ডের খবর বলছে, এ ঘটনায় এখনও ১০ জন নিখোঁজ। দেশটির কোস্টগার্ড ইতোমধ্যে ৯৮ জনকে উদ্ধার করেছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি প্রবেশের চেষ্টা করছিল অভিবাসন প্রত্যাশীদের ১২০ জনের দলটি। তাদের সবাই আফ্রিকার নাগরিক বলে জানায় তিউনিসিয়ার নিরাপত্তা বাহিনী। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংঘাত ও দারিদ্র কবলিত এলাকাগুলো থেকে ইউরোপে প্রবেশের জনপ্রিয় রুট এটি।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর এই পথে যাওয়ার চেষ্টা করায় আটক করা হয় ২০ হাজারের বেশি মানুষকে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য, ২০২১ সালে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইতালি প্রবেশ করেছে ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply