বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর প্রথমবার কাশ্মির যাচ্ছেন মোদি

|

কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর প্রথমবার উপত্যকা সফরে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভির খবর বলছে, এবারের সফরে তার একগুচ্ছ প্রকল্প উদ্ধোধন করার কথা রয়েছে।

এসব উন্নয়ন প্রকল্পের জন্য সরকারের বাজেট ২০ হাজার কোটি রূপি। যার মধ্যে রয়েছে বানিহাল-কাজিগুন্দ টানেল। যা কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে যেকোনো আবহাওয়ায় সংযোগ স্থাপন করবে। তাছাড়া অমৃত সরোবর প্রকল্পের ঘোষণাও আসবে এবার। যার আওতায় সারাদেশের ৭৫টি জলাধারের সংস্কার হবে। মূলত জাতীয় পঞ্চায়েত দিবসের অনুষ্ঠানে যোগ দিবেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই ভাষণ দেবেন তিনি।

এদিকে, মোদির সফরকে কেন্দ্র করে উপত্যকায় সক্রিয় চরমপন্থীরা। গত দুদিনে নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে মোদি সরকার। এর ফলে রাজ্যের পরিবর্তে জম্মু-কাশ্মিরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply