ইয়েমেনের সোকোত্রা দ্বীপ নিয়ন্ত্রণে নিলো সংযুক্ত আরব আমিরাত

|

ইয়েমেনের সোকোত্রা দ্বীপ নিয়ন্ত্রণে নিলো সংযুক্ত আরব আমিরাত। অবরুদ্ধ করেছে দেশটির প্রধানমন্ত্রী আহমেদ ওবেইদ বিন দগরসহ ১১ মন্ত্রীকে।

জানা যায়, দ্বীপের নিয়ন্ত্রণ নেয়ার সময় তারা সেখানে অবস্থান করছিলেন। চারটি সামরিক বিমান, শতাধিক সেনা মোতায়েনের পরদিনই, পুরো দ্বীপটিতে অবরোধ আরোপ করে আবুধাবি। সরকারি ভবনগুলোয় তোলা হয়েছে আরব আমিরাতের জাতীয় পতাকা; ঝুলানো হয়েছে যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের ছবি। একে ‘আগ্রাসী আচরণ’ আখ্যা দিয়েছে ইয়েমেন সরকার। বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধানী দল পাঠানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হস্তক্ষেপের কারণে আবুধাবির সাথে টানাপোড়েন চলছে মনসুর আল-হাদি সরকারের।

সম্প্রতি, সামরিক কার্যক্রম পরিচালনায় ৯৯ বছরের জন্য দ্বীপটি ইজারা নেয় আরব আমিরাত। যদিও ইউনেস্কো ঘোষিত প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ এবং ৬০ হাজার বাসিন্দার দ্বীপটিতে সামরিক তৎপরতা চালানোর পক্ষে নয় ইয়েমেন প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply