লেবাননে শনিবারের নৌকাডুবির ঘটনায় আজ পালিত হচ্ছে জাতীয় শোক। রোববার (২৪ এপ্রিল) পর্যন্ত শিশুসহ ৬ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন দেশটির পরিবহনমন্ত্রী আলি হামি।
রয়টার্সের খবর বলছে, ৬০ লেবানিজ এবং সিরীয় নাগরিককে নিয়ে ডুবে যায় ছোট ডিঙ্গিটি। সেই রাতেই এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার আরও পাঁচজনের মরদেহ পায় সেনাবাহিনী। কর্তৃপক্ষের অভিযোগ, নৌকাটি অবৈধভাবে উপকূল পাড়ি দিচ্ছিল। এসময় তাদের থামাতে ধাওয়া করলে পাথরে ধাক্কা খেয়ে ডুবে যায় সেটি।
মহামারির দুই বছর পর আবারও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে বেড়েছে অভিবাসনপ্রার্থীদের আনাগোনা। এ ঘটনায় ৪৭ জনকে জীবিত উদ্ধার করা গেছে। বাকিদের সন্ধানে এখনও তল্লাশি চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a reply