শিমুলিয়া ঘাটে বেড়েছে যানবাহনের সংখ্যা

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের পুরোপুরি চাপ না পড়লেও যানবাহনের সংখ্যা তুলনামূলক বেড়েছে।

সোমবার (২৫ এপ্রিল) সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে পারাপারের অপেক্ষায় ঘাটে কয়েক শতাধিক গাড়ি অপেক্ষা করতে দেখা যায় ৷ ১টি মিনি রোরো, ২টি মিডিয়াম ও ২টি ডাম্পসহ মোট ৭টি ফেরি দিয়ে এসব যানবাহন পর্যায়ক্রমে পারাপার করা হচ্ছে।

বিভিন্ন প্রয়োজনের পাশাপাশি ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগেই এ নৌরুট হয়ে গ্রামের পথে ছুটছে। তবে যাত্রীরা বলছে, ফেরির সংখ্যা কম থাকায় ঘাটে যানবাহন নিয়ে বেশিক্ষণ তাদের অপেক্ষা করতে হচ্ছে।

ঘাট সংশ্লিষ্টরা বলছেন, রাতে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধ থাকায় সকালের দিকে যানবাহনের উপস্থিতি বেশি দেখা যায়। তবে দুপুরের দিকে ঘাট অনেকটা যানবাহন শূন্য হয়ে পড়ে।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফায়সাল আহমেদ জানান, সকালের দিকে ব্যক্তিগত গাড়ির কিছুটা চাপ ছিল। তবে এখন স্বাভাবিক রয়েছে। ঘাটে ব্যক্তিগত ও হালকা যানবাহন মিলিয়ে পারাপারের শতাধিক গাড়ি রয়েছে। এসব যানবাহন পর্যায়ক্রমে পারাপার করা হবে।

এদিকে ফেরির পাশাপাশি দুই নৌরুটে ৮৭টি লঞ্চ ও ১৫৩টি স্পিডবোট সচল রয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাকে কুপিয়ে খুন করলো ভাতিজা
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply