‘প্রতিবেশিদের আক্রমণ সহ্য করবে না তালেবান’

|

আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব।

আফগানিস্তান প্রতিবেশিদের কোনো আক্রমণ সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবান প্রশাসন। সম্প্রতি আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি দেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। খবর রয়টার্সের।

রোববার (২৪ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানায়, গত সপ্তাহে আফগানিস্তানের কুনার ও খোস্ত প্রদেশে বিমান হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন আফগান। বিমান হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে তালেবান প্রশাসন। যদিও আফগানিস্তানে কোনো ধরনের হামলা চালানোর কথা স্বীকার করেনি পাকিস্তান। ইসলামাবাদ বলেছে,।

রোববার কাবুলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে ভারপ্রাপ্ত আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন, বিশ্ব ও আমাদের প্রতিবেশি দেশ দুই জায়গা থেকেই নিত্যনতুন সব সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। আমরা হামলা সহ্য করেছি। জাতীয় স্বার্থের কথা ভেবে আমরা তা সহ্য করেছি। পরবর্তীতে আমরা তা হয়তো সহ্য করব না।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply