খাগড়াছড়িতে ৭২ ঘণ্টা হরতালের ডাক

|

মাইক্রোবাসচালক মো. সজিবের হত্যাকারীদের গ্রেফতার ও অপহৃতদের উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে আগামীকাল রোববার থেকে ৭২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পার্বত্য অধিকার ফোরাম ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
অপরদিকে একই দাবিতে ছাত্র পরিষদের আরেক অংশ সোমবার ও মঙ্গলবার ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে।

শনিবার সকালে ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা এ কর্মসূচি ঘোষণা করেন।

জানা গেছে, খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। এসময় বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ চেঙ্গী স্কয়্যার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ থেকে সজীবের হত্যাকারীদের বিচার ও খাগড়াছড়ি মাইসছড়ি থেকে অপহৃত তিন বাঙালি ব্যবসায়ীর মুক্তির দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে সংগঠনটি। তবে রোববার এর মধ্যে অপহৃতদের উদ্ধার করা না হলে মঙ্গলবার (৭২ ঘণ্টা) পর্যন্ত হরতাল পালন করবে সংগঠনটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply